পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । Չ(t এই প্রকার সামান্য শ্রাদ্ধের ফল কথিত হইল, এক্ষণে গয়াশ্রাদ্ধের ফল কাহার হয় তাহ বিবেচ্য হই- . য়াছে। পূৰ্ব্বোক্ত বচন দ্বারা অবগত হইয়াছে যে, যাহার নামোল্লেখে গয়ায় পিণ্ডদান করে তাহার উদ্ধার হয়। ইহাতে পুত্রাদিরুত শ্রাদ্ধদ্বারা শ্রাদ্ধের উদ্দিশ্য পিতা প্রভৃতির উদ্ধার হয়, ইহা কল্পনা করিতে হইৰেক । কিন্তু তাহ কোন মতে উপপন্ন হয় না। যে হেতু সকল লোকই স্বস্ব অভীষ্ট বস্তু সাধনেই প্রবৃত্ত হইয়া ঐ অভীষ্ট বস্তু সাধন সম্পন্ন করে। এই নিয়ম থাকিলে ঐ প্রকার স্বাভীষ্টফল বিশিষ্ট বেদাদিবিহিত কৰ্ম্মেও প্রবৃত্ত হওয়া উচিত। অন্যদীয় ফলসাধনে কাহারও প্রবৃত্তি হয় না। এবং শাস্ত্রানুসারিকর্মানুষ্ঠানে ঐ কৰ্ম্মকৰ্ত্তাতে ঐ শাস্ত্রোক্ত ফল হয়, ইহা জৈমিনীয় মীমাংসাতেও প্রতিপন্ন আছে । তিনি কহিয়াছেন শাস্ত্রীয় ফল তৎসাধন কৰ্ম্মানুষ্ঠাতারই হয়, যে হেতু শাস্ত্ৰ সকলে কর্তারই ফলসাধনাৰ্থে সকল কৰ্ম্ম বিহিত হইয়াছে । যদি অন্যের কৰ্ম্ম দ্বারা অন্যের ফল হয় তাহা হইলে সকল অনিয়ম হয় । সুতরাং পুত্রাদিরুত । শ্রাদ্ধ দ্বারা পিতা প্রভৃতির কি মতে উদ্ধার হুইবেক, যে হেতু র্তাহার শ্রাদ্ধের কৰ্ত্ত নহেন। এই আপত্তি হইলে