পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ कवि ७ भूब्रणा कवि । फेब्रांक्नैिौ करब्रांजिनैौ कूण ७क निकब्रिगैौ শিলা হতে শিলাস্তরে লুটিয়া লুটিয়া, নেচে নেচে, আটহেলে, ফেনময় মুক্তকেশে প্রশান্ত হ্রদের কোলে পড়ে বাপাইয়া ! শুধু মুহূর্ভের তরে তিল বিচলিত করে সে প্রশান্ত সলিলের শুধু এক পাশ– ऐंठनयख ८कांक्षांश्ल च्यथैौब्र उब्रचशल মুহূর্তের মাঝে সব পায় গে। বিনাশ ! দেখ, সখি, গৃহমাঝে দেখ গো চাহিয়া, নাচ, গান, বাদ্য, হাসি— আমোদ কল্পোলরাশি— নিশীথপ্রশান্তি-মাঝে পড়িছে ঝাপিয়া ! জালোকে আলোকে গৃহ উঠেছে মাতিয়া, স্ফটিকে স্ফটিকে আলো নাচে বিছাতিয়া, শত রমণীর পদ পড়ে তালে তালে। চরণের আভরণ নেচে নেচে প্রতিক্ষণ শত আলোকের বাণ হানে এককালে, মূচ্ছিয়া পড়িছে জালো হীরকে হীরকে ! শতকৃষ্ণ জাখিতারা হানিছে আলোকধারা— শত হৃদে পড়ে গিয়া বালকে ৰীলকে ! চারি দিকে ছুটিতেছে আলোকের বাণ, চারি দিকে উঠতেছে হালি বাস্ত গান। কিন্তু হেখা চেয়ে দেখ কি শান্ত ৰামিনী ! কি শুভ্ৰ জোছনা ভায় ! কি শান্ত বহিছে বায় ! কেমন ঘুমন্ত আছে প্রশান্ত তটিনী ! বল, সখি, পূর্ণিমা কি জামোজের রাত ? এস তৰে জুই জনে বসি ছেৰ এক সনে, yఅలి