পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(6) # Gauripur Lodge Kalimpon さ・ মালঞ্চে আছিস, ন, মরুভূমির পথে চলেছিস আন্দাজ করতে পারটিনে। তবু বৃটিশ গবমেণ্টের কৃপায় চার পয়সা মজুরি দিয়ে ডাক পেয়াদাকে দৌড় করার তোদের পিছনে পিছনে আমার জন্মদিনের আশীৰ্ব্ববাদ নিয়ে—– তরুতলেই হোক, মরুতলেই হোক ধরবেই তোদেরWikitanvirBot (আলাপ) ‘মায় যদি যাক সাগরতীরে পাবেই দেখা পেয়াদাটিরে ' তোকে চিঠি লিখতে গেলেই জানিনে কেন কোথা থেকে তাতে একটু না একটু কবিতার ছিটে লাগে। সময় থাকলে দুটে লাইনকে আরো লম্ব করতে পারতুম কিন্তু ইংরেজিতে বলে, স্বল্পতাই হচ্চে রসের আত্মা । একবার লক্ষে এ রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাহাড়ী শান্তিনিকেতনের পরামর্শে যাবার কথা আছে কৃষ্ণ ভোলে নি তো । কাল এখানে লোক ছিল অল্প, জমেছিল বেশি। রেডিয়োতে আমার আবৃত্তি শুনেছিলি তো ? জায়গাটা মনদ লাগটে না তোদের যুগলকে আমার আশীৰ্বাদ । এই উপলক্ষ্যে চকোলেট কিনে খাস্ দাম পরে দেবে, যদি মনে থাকে। ২৬ বৈশাখ ১৩৪৫ দাদামশায়