পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী সে কি কেবলি যাতনাময় ? তাহে কেবলি চোখের জল ? তাহে কেবলি ছুখের শ্বাস ? লোকে তবে করে কি স্বখের তরে এমন জুখের আশ ? জীবনের খেলা খেলিছে বিধাতা, আমরা তাহার খেলেনা— আমাদের কিবা স্থখ । সখি, আমাদের কিবা দুখ । সখি, আমাদের কিবা যাতনা ! তোমাদের চোখে হেরিলে সলিল ব্যথা বড় বাজে বুকে— তৰুত, সজনি, বুঝিতে পারি নে কাদ যে কিসের ছুখে । আমার চোখেতে সকলি শোভন— সকলি নবীন— সকলি বিমল— স্বনীল আকাশ, শুামল কানন, বিশদ জোছনা, কুস্কষ কোমল, সকলি আমারি মত | কেবলি হাসে, কেৰলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের বাতনা ৰত । ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় । আমার মতন স্বৰী কে আছে। জায় সখি, জায় আমার কাছে ! স্বৰী হৃদয়ের স্বখের গান