পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२२ চিঠিপত্র একেবারে গা ঘেষে চলেছে— আরামে আছি । লোকজনের সমাগম সম্পূর্ণ নেই তা বলতে পারিনে। সদর দরজা বন্ধ করে তাদের কতকটা ঠেকানো যায়। আম এক ঝুড়ি বোধ করি পেয়েচ– কিছু খেয়ে কিছু বিতরণ কোরে । ইলিষ মার্চ পাঠাবার চেষ্টায় আছি। ইতি ২০ জুন ১৯৩৫ দাদামশায়