পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"w ë * “Uttarayan " لو لا } Santiniketan, Bengał কল্যাণীয়াসু পুপুদিদি তুমি তো দৌড় দিলে বোম্বাই তার পর থেকে একদিনে আমার ছুটি নেই— একটা না একটা কাজের বন্ধন আমাকে বেঁধেছে । সামনে এখনো বাকি আছে অনেকগুলো । মহাত্মাজি এসেছিলেন, কাল চলে গেলেন। অতিথি প্রতিদিনই আসচেন— আজি প্রশান্তর সঙ্গে আসবেন একজন আমেরিকান বিজ্ঞানী-— কাল আমাকে যেতে হবে সিউড়ি, সেখানে মেলা উদঘাটন করা চাই— সমস্ত দিম যাবে এই কাজে । তার পরে এক সময় যেতে হবে বাঁকুড়ায়— নিমন্ত্রণ আছে। সেখানে দুটো চারটে দিনরাত্রি যাবে কেটে । এই রকম চলে যালে মার্চ মাসের শেষ পর্যন্ত। তার পরে খুব সম্ভব গরম পড়লে মংপুতে আমাকে টানবেন মৈত্রেয়ী। এখানে শীত চলচেই– ভালো লাগচে ন— দিন রাত মোটা মোটা কাপড়ে বন্দী করে রেখেছে, বাইরে বসে বসন্তকাল ভোগ করবার জন্যে মন উৎসুক হয়ে আছে । ওখানে গিয়ে জুরে পড়েছিলে শুনে ভালো লাগল না। ওখানে তো বায়োকেমিক বড়ি জুটবে না— কুষ্টনীন মিকশ্চার তোমার কপালে আছে – মহাত্মাঞ্জিকে চণ্ডালিকা >Wり