পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । bアン তৎপরে (পুরূয়বোমাদ্রবঃসজ্ঞকানাং বিশ্বেষাং দেবানামিদমাসনমস্তু) এই বাক্য বলিয়া যব সহিত কুশদ্বয় নিৰ্ম্মিত আসন প্রথম দৈববিপ্রের দক্ষিণ ভাগে দিবে। তৎপরে অপর ব্রাহ্মণেরও এ রূপে দিবে। তাহার পরে ধৰ্ম্ম হইতে বিশ্বানামে দক্ষপ্রজাপতির কন্যাতে বৈশ্বদেবের উৎপত্তি যাহা পুরাণে উক্ত আছে তাহা স্মরণ করত যব ও কুশ সহিত দক্ষিণ হস্তদ্বারা দৈব পক্ষ প্রধান বিপ্রকে স্পর্শ করিয়া (পুন্ধরবোমাদ্রবঃসংজ্ঞকান বিশ্বাৰু দেবানাবাহয়িষ্যে) এই মত দৈব বিপ্র কে জিজ্ঞাসা করিবে। র্তাহারাও (আবাহয়) এইমত অনুজ্ঞা করিলে বিশ্বে দেবাস ইত্যাদি মন্ত্রের মধুচ্ছন্দানামে ঋষি গায়ত্রী ( ষড়ক্ষর পাদ ) ছন্দঃ বিশ্বদেবতার দেবতা বৈশ্বদৈব আবাহনার্থে পঠিত হইতেছে এই মত স্মরণ করিয়া (বিশ্বে দেবাস আগত শৃণুতাম ইমং হব এবং বহিৰ্মিষীদত) এই মন্ত্র পাঠ করিয়া আবাহন করিবে । তৎপরে দৈব বিপ্রাগ্রে যবাদি নিক্ষেপ করিয়া কৃতাঞ্জলি হইয়া বক্ষ্যমাণ মন্ত্র দ্বারা প্রার্থনা করিবে । SS