পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ネbプ ২৯ আগষ্ট ১৯ ৩s শান্তিনিকেতন সাদর নমস্কার সম্ভাষণ এখানকার বন্যাপীড়িতদের সাহায্যার্থে অর্থসংগ্রহ-চেষ্টায় ছিলুম। ব্যক্তিগতভাবে আমারও দুঃসময় । কিছু দিতে পারছিলুম না বলে মন নিতান্ত ক্ষুব্ধ ছিল । এমন সময় দেশ ও আনন্দবাজারের দুই সম্পাদক পূজার সংখ্যার দুটি কবিতার জনো একশো টাকা বায়না দিয়ে যান, সেই টাকাটা বন্যার তহবিলে গিয়েছে । আগেকার মতো অনায়াসে লেখবার ক্ষমতা এখন নেই । সেইজন্যে বিস্ময় কবিতাটা দিয়ে ওদের ঋণশোধ করব বলে স্থির করেছি। ক্লান্ত কলম নতুন লেখায় প্রবৃত্ত হতে অসম্ম কাৰ্ত্তিক সংখ্যার প্রবাসীতে একটি কবিতা দিয়ে অনাটি হস্তান্তর করা ছাড়া আমার উপায় নেই। কিছুদিন থেকে শরীর বিশেষভাবেই অসুস্থ হয়েছে সাধারণ ক্লান্তির চেয়ে অনেক বেশি । শান্তি একটি গানের স্বরলিপি আপনাকে পাঠিয়েছে— সেটার সংশোধন আবশ্যক । শান্তিকে বলে দিয়েছি সংশোধিত স্বরলিপি অবিলম্বে আপনাকে পাঠাতে । আপনার শরীর এখন সুস্থ হয়েছে আশা করি। ইতি ২৯ অগস্ট ১৯৩৫ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর › ግ›