পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S e tכאa > aאזttiס 8 כ હૈં শ্রদ্ধাস্পদেষু আপনার ও আমার অনুরোধ জানিয়ে সুরেনকে পত্র লিখেছি – তার জবাব পাই নি । সম্প্রতি সুরেনের বৈষয়িক অবস্থা অত্যন্তই কঠিন হয়ে উঠেছে, খুব সম্ভব সেইজন্যে অন্য কিছুতে সে মন দিতে পারচে না । কৃপালানি “শেষের কবিতা” তর্জমায় প্রবৃত্ত হয়েছিল । প্রথম অংশ কতকটা করেছে, মনে হয় তো ভালোই হয়েছে । তার কবিতা তর্জমার ভার আমাকেই নিতে হয়েছিল । গোট। দুয়েক করে ও দিয়েছি । এ কাজ তাকে খুব ধীরে ধীরে করতে হয়, প্রথম কারণ তর্জমা করা সহজ নয়, দ্বিতীয় কারণ বাংলা ভাষায় তার দখল কাচা । এক সুবিধে ইংরেজি ভাষায় তার কলম চলে সহজে— অমিত রায়ের মতোই সে অক্সোনিয়ন । আপনি তাকে অনুরোধ করলে হয় ত সে কাজটা সম্পন্ন করতেও পারে— বলতে পারিনে। এখন সে ছুটিতে আছে । আজকাল আমার মন সকল প্রকার কৰ্ম্মধারা থেকে সরে এসেছে— ডাঙায় তোলা জীর্ণ নৌকোর মতে, অতি লঘু দায়িত্বও স্বীকার করতে সে নারাজ— দিনাবসানের স্নায়মান আলোটুকুকে রেখেছি নিস্কৃতির সন্ধানে । ইতি ১৪ অক্টোবর > ぬ○○ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর Σb"Σ