পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার দু-চার দিন পূর্বে বা পরে যদি সভার দিন স্থির করেন এবং যদি নিতান্ত অক্ষম না হই, তবে কৰ্ত্তব্য পালন করব । কাহিনীতে পরিশোধ বলে যে কবিতা আছে তা গানের সুরে নাটীকৃত করেছি । সেটি কপি করে প্রবাসীর জন্তে পাঠিয়ে দেব । কিন্তু সেটি ৪৷৫ অক্টোবরে নাট্যসূচিরূপে প্রকাশিত হবে । অন্য সমস্ত কবিতা সম্প্রতি নিঃশেষিত। কবে নূতন লেখার অস্কুরোদগম হবে বলতে পারি নে। ইতি ১ আশ্বিন > ○ー ○ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর >いう。 ৯ - সেপ্টেম্বর ১৯৩৬ § @ দ্ধিাস্পদেষু শরীর ভালো ঠেকচে না । টোন হলে যে তুর্গতি হয়েছিল সে কথা মনে করে উদ্বিগ্ন আছি— মহিলা সম্মেলনের ভিড় এবং কৰ্ত্তব্যের পেষণ জীর্ণ শরীরে সইবে কী ? এখন শরীরে যে ব্যয় ঘটে তা আর পুরণ হবার আশা নেই । মেয়েরা কি আমার পবে দয়া করবেন না । বিশ্বভারতীর অবশ্যসম্পাদনীয় কাজ নিয়ে আমাকে অগত্যা কলকাতায় যেতে হবে, সে কাজের পীড়নটাও কম হবে না কিন্তু এ দায়িত্ব এড়াবার উপায় নেই ; 9ילx