পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বদলে গেছে । আমি সেই জন্যে এই তুঃসাধ্য কাজে সহজে হাত দিতে চাই নে। যদি এই সময়ে থাকতুম ইংলণ্ডে, হয়তো ওদের আধুনিক ভাষার ছাচটা অলক্ষো মনের ভিতর জমে উঠত। কিন্তু ওদের এখনকার সাহিত্যিক ইংরেজি দূরে থেকে আয়ত্ত করা অসম্ভব । মোটের উপর আমার এই বক্তব্য । বস্তুত আজকাল আমার লেখার ইংরেজি তর্জমার উপর আমার কিছুই আসক্তি নেই– জানি প্রত্যেক ভাষা আপন সাহিত্যসম্পদ কৃপণের মতো বন্ধ করে বেখে দেয়, ভাষান্তরে তাব বস পৌছতে দেয় না। দেবেন সীতাকে তর্জমা করতে । আমাব আপত্তি নেই । নারীসম্মেলনে যোগ দেওয়া আমার পক্ষে অসাধ হলে সে কথা আপনাকে পূৰ্ব্বেই বলেছি। আমি এখন কৃপাব যোগ্য । ইতি ২০ আশ্বিন ১৩৪৩ আপনাদেব রবীন্দ্রনাথ ঠাকুর >2 e