পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি সম্মত হতে পারি নে। তার অনুবাদগুলি তিনি ম্যাকমিলানকে পাঠিয়ে দিলে তাদের বিচারে যদি গ্রহণযোগ্য হয় তাহলে কোনো কথাই থাকে না । ইতি ২০।১।৩৭ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর > 8 . > * জানুয়ারি 为高 @分 & শ্রদ্ধাস্পদেষু ১০ই ফেব্রুয়ারি কলকাতায় যাব, ১৩ই কনভোকেশন । আমার বক্তৃত বাংলা ভাষায় লেখা । ইতিমধ্যে আপনি এলে দেখা হবে । বোষ্টমী স্নান করে যখন সিক্ত বস্ত্রে চলে আসছে তার গুরু বললে, তোমার দেহখানি সুন্দর । সে সময়ে তার কণ্ঠস্বরে ও মুখভাবে যে চাঞ্চল্য প্রকাশ পেয়েছিল সেটাতে বোষ্টমীর নিজের মনের প্রচ্ছন্ন আবেগকে জাগিয়ে দিয়েছিল । তাই সে পালিয়ে গিয়ে আপনাকে বাচায় । আমার বিশ্বাস গল্পের মধ্যে এই ইঙ্গিতটি বুঝতে বাধা ঘটে না । ইংরেজি তর্জমায় কথাটা স্পষ্ট হয়েছে কি না জানি নে । ইতি ১৩ মাঘ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর 》分之