পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S & 8 ৪ সেপ্টেম্বর ১৯৪ • প্রীতিনমস্কার সম্ভাষণ সেণ্টজেভিয়র্সের রবীন্দ্র-জয়ন্তীতে আপনার স্বগ্রথিত অভিভাষণটি পড়ে বিশেষ আনন্দলাভ করেছি। আমার উদ্দেশে আপনাদের এই অকৃত্রিম শ্রদ্ধার বাণী আমার জীবনে বিধাতার প্রসন্নতাকে সার্থক করে । ইতি ৪।১।৪০ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর > は● لا 8 ه لا كlt6ة هج S ふ|○i R > শ্রদ্ধাস্পদেষু বিলাত থেকে আপনাকে যে চিঠিগুলি লিখেছিলুম তাদের মধ্যে অতর্কিতে অহমিকা এসে পড়েছে। সেজন্যে লজ্জিত আছি । যদি আমার পক্ষে তখন চিত্তসংযম সম্ভবপর হোতে, যদি এ সকল পত্রে নিজের অগোচরে অনেক অত্যুক্তি প্রবেশ না করত তাহলে ইতিহাস হিসাবে এর মূল্য বিশুদ্ধ হতে পারত। অপর পক্ষে ইংরাজী ভাষা ব্যবহারে অভাবনীয় প্রশংসা লাভে নুতন যশস্বীর অনিবার্য চিত্তচাঞ্চল্য মনস্তত্ত্বের ইতিহাস হিসাবে ૨ ૭ ૨