পাতা:প্রবাসী (সপ্তদশ ভাগ, প্রথম খণ্ড).pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবাসী-বিজ্ঞানী বাংলা ভাষায় উপকথার সকল গান্ধগুলিই মনোহর হইয়াছে । ভাষাটি বেশ প্ৰাজিল। যাহাদের জন্য এ পুস্তক লিখিত হইয়াছে শ্ৰেষ্ঠ গ্ৰন্থ তাহারা ইহার সেটুকু পূৰ্ণমাত্ৰায় উপভোগ করিবে সন্দেৰ নাই । উপেন্দ্ৰকিশোর বাবুর ছবিগুলি এ পুস্তকে শ্ৰীশান্তা দেী বি-এ ও শ্ৰীসীতা দেবী বি-এ কতৃক আকৰ্ষণ জারও বৃদ্ধি করিয়াছে। হাসির ছবি আঁ ইনি দেখিতেছি আদ্বিতীয় প্রভাতকুমার পাধ্যা হিন্দুস্থানী উপকথা গল্পগুলি আরব্যোপাসের গঙ্গেয় স্থায় বিচিত্ৰ মনোহর সংশোধিত দ্বিতীয় সংস্করণ প্ৰকাশিত হইয়াছে গল্পগুলি সরস, কৌতুহলোদ্দীপক, হাস্ত ক প্ৰভৃতি বিবিধ রসে মণ্ডিত । গ্ৰছে অনেকগুলি, চিত্ৰ গল্পগুলি এণ্টীক কাগজে এবং ছবি ৩৫ সন্নিবিষ্ট হইয়াছে। সেগুলির পরিকল্পনা ও ছাপা ভাল খানি স্বতন্ত্ৰ চিকুণ কাগজে ছাপা হইয়াছে। ভারতী । এমন ভাল ছবি কোন উপকথার বহিতে শিক্ষাবিভাগের ডিরেক্টর কতৃক লাইবেরী রঙীন ছবিযুক্ত কাগজের মলাট মুল্য ও পুরস্কারের জন্য অনুমোদিত । কাপড়ে বাঁধান ও সচিত্ৰ সপ্তকাণ্ড করে নাম লেখা মুল্য ১lণ, ভিপিতে ১৮ প্ৰবাসী কাৰ্য্যালয়ে পাওয়া যায়। কয়েকটি মত শ্ৰীরামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত বইটি পড়ে আমি খুব খুসি হয়েছি বইখানি ভাল হয়েছে রবীন্দ্ৰনাথ ঠাকুর এই গ্ৰন্থখানি ছেলে বুড়ো উভয়েরই 'দয়গ্ৰাহী ও চতুৰ্থ সংস্করণ । উপভোগ্য। এই গল্পগুলিতে বেশ একটু নুতন ও দেশী কাগজে ছাপা । সুন্দর কাপড়ে ধাৰাৰ বৈচিত্ৰ্য আছে ও সোনার সে নাম লেখা ৬২খানি চিত্ৰ দ্বারা এই গল্পগুলিতে কল্পনা ও বুদ্ধি ইয়েরই খোৱাক অাছে। যতগুলি উপকথার গ্ৰন্থ পুশোভিত । তন্মধ্যে বাইশ থানি ছাপা । ছবি নানায়তে পড়িয়াছি তস্মধ্যে, আমার মনে হয়, এই গ্ৰন্থখানি গুলি ঘে-সে লোকের অঁাকা নয়। উপেন্দ্ৰকিশো সৰ্ব্বোৎকৃষ্ট —শ্ৰীজ্যোতিরিন্দ্ৰনাথ ঠাকুর * চৌধুরী, মহাদেব বিশ্বনাথ ধুরন্ধর, রামবৰ্ণা, বেঙ্কট আগা চমৎকার হইয়াছে। যেমন ছবি তেমনি গল্প—এমন বিবৰ্ম্ম, অবনীন্দ্ৰনাথ ঠাকুর, ঈশ্বরীপ্ৰসাদ, নন্দলাল বন্ধ পরে বই অনেকদিন হাতে পড়ে নাই। —শ্ৰীঅবনীন্ত অসিতকুমার হালদার, সুরেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায়, এবং স্নাথ ঠাকুর প্ৰাচীন সুনিপুণ চিত্রকর যারা অতি । কৃত্তিবাবী আমি রোগের শয্যায় বইখানি পড়িতে আরম্ভ রামায়ণের এক্সপ সংস্করণ বাজায়ে অার একখানিও নাই রিয়া নিয়ে শাৰীরিক বা খানিকটা লিয়া মূল্য দেড় টাকা ; তি, পি,তে ১০ গিয়াছিলাম । বইখানি এতই চমৎকার লাগিয়াছে যে শিক্ষাবিভাগের ডিরেক্টর কৰ্ত্তক লাইজেরী বাজারে এইক্লপ বস্ত পুস্তক বাহিত হইয়াছে তন্মধ্যে এইখানি পুরস্কারের জন্য অনুমোদিত গৃহের বৃদ্ধ হইতে পাঁচ বছরের বালক পৰ্য্যন্ত গজগুলি সকলেরই ভূল্যৰূপ আনন্দাক অন্যোপন্যাস ( সচিত্ৰ ) হইয়াছে।” “এক্সপ সুন্দর ছবি বাঙ্গলা পুণ্ডকে অল্পই ২য় ভাগ দেখিয়াছি।”— নেশচন্দ্ৰ লেন শ্ৰীৰামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত । ছেলে বুড়ো সকলের পক্ষেই মনোজ মূল্য ১০ ভি, পি, তে ১০ বিজ্ঞাপনদাতাদিগকে পত্ৰ লিখিবা সময় প্ৰধাসীয় উল্লেখ করিবেন । কৃত্তিবাসী রামায়ণ পুরাতন প্ৰবাসী বিজ্ঞাপনী নিকট পাঠাইতে হুইবে , নতুবা গ্ৰাহকদিগকে প্ৰ নিমাইকাৰ্ড কিম্বা টিকিট না পাঠাইলে কোন জবাব দেওয়া হয় না সন ১৩২০ সালের প্রবাসী প্ৰবন্ধ প্ৰবাসীয় ৪/৫ পৃষ্ঠা আপেক্ষা জীৰ্থ মা মুল্য তিন টাকার স্থলে হাতে ২০/৭; ভিপিতে ৩/ বাঞ্ছনীয়। টিকিট ও ঠিকানা দেওয়া থাকিলে মনোনী সন ১৩২১ সালের প্রবাসী । রচনা কের দেওয়া হয় চাকেন মনোনীত হই, ৩ৎস মূল্য তিন টাকার স্থলে হাতে ২l ভপিতে ৩// সম্পাদক কোন উত্তর দিতে অসমৰ্থ । চামৰো নীত না হইলে ফেরত চাই কি না, তাহা উহা পাঠাই এই দুই বৎ সল্লেী সময়ই লিখিতে হয় ; নতুবা অমনোনীত রচনা ছিাড়িয়া ফেলা হয় । চনা পোঁছা সম্বন্ধে আমরা দায়ী নহি ফোন নইলে ৪ বা পাইলেন লেখা কোন নিষ্টি সময়ের মধ্যে ছাপিতে সম্পাদক অী ভিঃ পিভে ৪৮৭০/০ । করিতে অসমৰ্থ বিজ্ঞাপন ১৩২২ সালে প্ৰণালী কোন মাসে বিজ্ঞাপন বস্তু বা পরিবর্তন করিতে হুইজে মূল্য হাতে ৩ ভি, পি, তে ৩/৩/ হা পূৰ্ব্ব মাসের ১৫ই তারিখের মধ্যে জানাইতে কয় গ্ৰাহকের লইল, কিম্বা আর কেহও অন্য আল বিজ্ঞাপন ছাপা হয় না। ব্লক্ ভাঙ্গিয়া গেলে কোন বৎসরের প্রবাসীর সঙ্গে লইলে, * গামা দায়ী নহি বিজ্ঞাপনের মূল্য অত্ৰিম দেয় হাতে ২০০, ডি, পি, তে ৩/০ ঠিকান পুরাতন গ্ৰাহকগণও যে-কোন বিষয়ে পত্ৰ লিখিবা প্ৰবাসী কাৰ্য্যালয় সময় স্বীয় গ্ৰাহক-নম্বর দিতে ভুলিবেন না। মাম ও ফিামা ২১১-৩১ কৰ্ণওয়ালিস gীট, কলিকাতা খুব পরিষ্কর করিলা লেখা উচিত। ২১ মাসের জন্ত ইলে ঠিকানা পরিবর্তন ডাকঘরে করা উচিত। বেশী হিনের প্ৰবাসীর নিয়মাবলী । হইলে গ্ৰাহক-নম্বর সহ ২৪শের মধ্যে জানাইবেন । নতুবা কাগজ হারাইলে আমরা যায়ী মছি প্ৰবাসীর গ্রি বাধিক মূল্য ডাকমাণ্ডল সহ ৩০ প্ৰবাসীতে বিজ্ঞাপনের মূল্য সংখ্যার মূল্য ডাকমাল সহ ॥১০ আনা । নমুনা ঐ মূল্য লাগে । বিদেশে ৪w. । বৈশাখ হইতে চৈত্ৰ মাসিক ১ পৃষ্ঠা বা ২ কলম বা ১ পৰ্যন্ত বৎসর গণনা করা হয় ; এবং কেবল বৈশাখ হইতে এক বৎসরের মূল্য লওয়া হয় কেহ বৎসরের মধ্যে ব্ৰাহক হইলে তাকেও বৈশাখ হইতে কাগজ লইতে | মূল্য সম্পাদকের নামে পাঠাইতে ছয় বিশেষসুবিধাজনক স্থানের জন্য পত্ৰ লিখিয়া অপ্ৰাপ্ত সংখ্যা বন্দোবস্ত করিতে হয় প্ৰবাসী প্ৰতি বাঙ্গালা মাসের ১লা প্ৰকাশিত হয় বিজ্ঞাপনের মূল্য অগ্ৰিম দেয় এক সুয়ে মে মাসের কাগজ মা পাইলে সেই মাসে ই মূল্য দিলে টাকায় দুই জানা হয় অগ্ৰিম কমলওয়া । তারিখের মধ্যে অপ্ৰাপ্তিসংবাদ ডাকঘরে ও অামাদের আমাদের বিজ্ঞাপনের দরদপ্তর নাই । ইহাই নিকট পোঁছা আবশ্যক। কিন্তু আমাদিগকে জানাইবা নিদিষ্ট নিয়ম । শ্ৰীৰামানন্দ চট্টোপাধ্যায় প্ৰথাত: ডাক বিভাগে তাহার তদন্ত করিয়া তাহার স্তের,ফল অৰ্থাৎ ডাক বিভাগের লিখিত উত্তর আমাদের প্ৰবাসীয় স্বত্বাধিকারী ২১৭১ মং কৰ্ণওয়ালিস্ট, কলিকাতা