পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । ১ ও ৩ পরে এক পাত্রে তিল, কুশ ও দ্ভূত যুক্ত অন্ন লইয়। সকুশ পাত্রান্তর দ্বারা আচ্ছাদানান্তে ঐ পাত্র হস্তদ্বয়ে লইয়া (অয়ে। করিষ্যে) এই মত প্রশ্ন করিবে । বিপ্রের (কুরুষ) এই মত অনুজ্ঞা করিবেন। অগ্নয়ে ইত্যাদি দুই মন্ত্রের প্রজাপতি ঋষি ছন্দো নাই বিশ্বদেবতারা দেবতা অগ্নে করণ নামকহোমার্থে এই মন্ত্র পঠিত হইতেছে এই মত স্মরণান্তে (অগ্নয়ে কব্যবাহনায় স্বীহ) সোমায় পিতৃমতে স্বাহ ) এই মত, সামবেদী ( স্বাহ অগ্নয়ে কব্যবাহনায় ) ( স্বাহ সোমায় পিতৃমতে ) এই মত, দুই মন্ত্র পাঠদ্বারা বিপ্রদক্ষিণহস্তে জলে বা পিতৃতীর্থ দ্বারা দুই আহুতি দিয়া অমন্ত্রক দুই আহুতি দিবে। তৎপরে হুতাবশেষ পৈতৃক দ্বিজ পাত্ৰ সকলে তিন ২ বার দিবে। দৈব বিপ্রপাত্রে অন্য অন্নাদি দিবে এই মত হেমাদ্রিগ্রন্থে উক্ত আছে। হলায়ুধাদি মতে ঐ হুতশেযই দেবপক্ষেও দুই দুই বার দিতে হয় । আচারানু সারে একতর পক্ষ আশ্রয় করবে। পরে (অগ্নে হুতং স্বভূতমস্তু) এই মত প্রশ্নে বিপ্রেরা (সুহুতমস্ত্র) এই মত প্রত্যুভর দিবেন। তৎপরে দৈববিপ্ৰপাত্র অধোমুখ, স্বস্তিকাকতি দুই হস্তে, পৈতৃকবিপ্ৰপাত্র উত্তান ঐ রূপ দুই হস্তে, ধরিয়া অগ্রিম মন্ত্র পাঠ করিবে ।