পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নহৃদয় বিংশ সগ নলিনী গান সখি লো, শোন লে। তোরা শোন, আমি ৰে পেয়েছি এক মন । স্থখ দুঃখ হাসি অশ্রখার, সমস্ত আমার কাছে তার— পেয়েছি পেয়েছি আমি, সখি, একটি সমগ্র মন প্রাণ ! লাজ ভয় কিছু নাই তার, নাই তার মান অভিমান ! রয়েছে তা আমারি মুঠিতে, সাধ গেলে পারি তা টুটিতে, ৰ। ইচ্ছা করিতে পারি তাই— সাধ গেলে হাসাই কাদাই, সাধ গেলে ফেলে তারে দিই, সাধ গেলে তুলে তারে রাখি, ইচ্ছা হয় তাড়াইতে পারি, ফিরে ৰেতে নাহি পারে আর, শুধু জানে হাসিতে কাজিতে— আর কিছু সাধ্য নাই তার ! সখি লো, এমন মন এক পেয়েছি— পেয়েছি তোরা দেখ, 1 चांबि कडू छांहे नि ७ बम, ইহাতে মোর কি প্রয়োজন ? २8S