পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8रे রবীন্দ্র-রচনাবলী পথিক সে, পথে যেতে যেতে দেখা হ’ল চোখেতে চোখেতে— মনখানা হাতে ক’রে নিয়ে আপনি সে রেখে গেল পায় চলে গেল দূর দূরান্তরে भन •रफ़ ब्रश्लि धूलांब्र । জু-দণ্ড চাহিয়৷ দেখিলাম, ভাবিছু “মোর কি প্রয়োজন ।” জাখি ছুটি লইল্প তুলিয়া, অামারেই দিলে কেন জালি, রূপসী ত ছিল রাশি রাশি ! স্থহালি কমলা ছিল না কি ? শুনেছি মধুর তার জাখি । বিনোদিনী ছিল ত লেখায়, রূপ তার ধরে না ধরায় { তবে কেন মনখানি তার জামারে সে দিল উপহার ? জেৰ কি ইহারে দূরে ফেলে,