পাতা:আনবারশোহেলি.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । వశ যাও বন্ধ কেন। বদ্ধ আছে তব যাহা । কোনহ প্রকারে তুমি নাহি বেচ তাহা । পরে কচ্ছপ বৃশ্চিককে আপন পৃষ্ঠদেশে ধারণ করিয়। বক্ষঃস্থলে অপর্ণ করিয়া সন্তরণ করতঃ চলিল । ইতোমধ্যে একটা শব্দ তাছার কর্ণেগোচর হইল । ঐ শব্দ বৃশ্চিকের গতি দ্বার খনন জন্য হইতেছে, ইছ। বোধ করিয়া জিজ্ঞাসা করিলেক যে এ কি শব্দ, যাহ। তামি শুনিতেছি আর এ কি শব্দ যাহা তুলি করিতেছ। বৃশ্চিক উত্তর করিলেক যে আমার হুলকপ শর ফলকে তোমার শরীর ৰাপ বক্ষেতে পরীক্ষা করিতেছি । কচ্ছপ উন্মান্নিত হইয়। কহিলেক, ছে নি লজ্জ তোর কারণ আমি আপন প্রাণকে ভয়ানক ঘণাতে ফেলিয়াছি, আর আমার পৃষ্ঠদেশ ৰূপ তরণির সাহায্যেতে তুমি এই জল পার হইতেছ, আর যদ্যপি তুমি কৃতজ্ঞ না কঁও এবং চিরকাল একত্র কাসের ধুম্ব না রাখ, তথাপি হুল ফুটাইবার কারণ কি? আর আনি নিশ্চয জানিতেছি যে তোমার হুল ফুটানেতে আমার কিছুই হইবেক না, আর অন্তঃকরণ ভেদী যে তোমার হুল সে আমার প্রস্তর কপ পৃষ্ঠদেশে প্রবেশ হইতে পারিবেক না 7 যুদ্ধছলে মুষ্টাঘাত দেওয়ালে যে করে . হস্তে সে বেদন পায় আর যে অন্তরে । পরে বৃশ্চিক কহিলেক ঈশ্বর এমন ন করুণ যে যে