পাতা:আনবারশোহেলি.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনিবারশোহেলি । ఏ9 কণ্টক পালনে যেব ছয়ত আসক্ত । পুপ তুলিবারে সেই নাহি হয় শক্ত।“ এই সকল দৃষ্টান্ত দেওনে আপনকার উজ্বলন্তঃ করণে অবশ্য উদয় হইয়া থাকিবে যে শষ্ট্রীবকের তাকর শুদ্ধ নয় এবং দুষ্ট একারণ, চিন্তাযুক্ত থাকা উচিত, আর স্নেহ কারক যে ক্ষুদ্র বন্ধ, তাহার উপদেশ জ্ঞান ৰূপ কর্ণ দ্বার। শ্রবণ করা উচিত, কেনন। উপদেশকের। যদ্যপি নিভয়ে কঠিন বাক্য কহে সেই ৰাক্য যেই ব্যক্তি গ্রাহ্য না করে তবে সে পশ্চাৎ লজ্জিত ও অন্যদ্বারা ভৎসিৎ হয়, যেমন পীড়িত ব্যক্তি বৈদ্যের কথাতে ঘৃণা করে এবং স্বীয়েচ্ছানু সারে খাদ্য ও শকরোদক ভক্ষণ করে, সেই ব্যক্তির ব্যাধি সবল হইয়। তাহাকে ক্রমে দুর্বলতা প্রাপ্ত করায় । " উপদেশ কর্ত্তীযদি শক্ত বাক্য কয় . তাহাতে সভয় হওয়া উপযুক্ত নয় । সেই বাক্য ধtয করা তিক্রু বড় হয় । কিন্তু তার ফল মিষ্ট হয় অতিশয়। .আর ইছা জানা উচিত যে রাজ বর্গের ঐ রাজ। দুৰ্বল, যিনি কর্ম্মের শেষ না দেখেন আর রাজ্যের প্রতি মনোযোগ না করেন এবং যখন কোন প্রবল বিপদ উপস্থিত হয় তখনও ভাৰিদশী ও সাবধান তাকে অন্তর রাখেন, অtর যখন সময় ন৷ থাকে ও শক্র