পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নহৃদয় &8ግ ফেল আনিলের আশ। মন হতে দলি । আর তুই সাথে সাথে আপিস নে মোর, হেথা রহি বাহু। ইচ্ছা করিস রে তোর ! আবার ! আবার । থাক্ ওইখেনে তুই, এগোস নে আর ! শত শত বার ক’রে বলিতে কি হবে তোরে ? দাড়া হোথা, এক পদ আসিস নে আর ! আসিস নে বলি তোরে, বলি বার বার ! শাস্তিতে মরিৰ ৰে রে তাও তুই দিবি নে রে ! মরিতে বেতেছি, তবু রাহুর মতন পদে পদে সাথে সাথে করিবি গমন ? দাড়া হোথা, সাথে সাথে আসিস নে আর, এই তোর পরে শেষ আদেশ আমার ! অনিলের প্রস্থান ও ললিতার মূচ্ছিত হুইয়। পতন ] দ্বাবিংশ সগ নলিনীর প্রতি বিনোদের গান কিবা দিবা কিবা রাতি পরিমলমঙ্গে মাতি কাননে করিস বিচরণ— নদীয়ে জাগায়ে দিস সতারে রাগায়ে দিস চুপিচুপি করিয়া চুম্বন ! cडांब्र ब्रटश् छ्रचंद्र औवत्र ! ৰেখা দিয়া তুই ৰাস পদতলে চারি পাশ ফুলের খুলিয়া দেয় প্রাণ ।