পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেগেচে । এমন সময়টাতে কলকাতায় যেতে মন সরচে না । ওদিকে প্রশাস্ত তার-যোগে ডাক্তারের দোহাই পাতচে। দ্বিধার মধ্যে দেরি হয়ে যাচ্ছে। খুব বেশি বিলম্ব করতে পারব না । এই সপ্তাহটা পেরবে বলে মনে ভরসা নেই । ইতি ৮ শ্রাবণ ১৩৩৫ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর פא ২১ অক্টোবর ১৯৩৫ শ্রদ্ধাস্পদেষু কৃপালানি শেষের কবিতার এক অংশ তর্জমার পর অনেকদিন চুপচাপ আছেন । আমার বিশ্বাস তাকে অনুরোধ করলে সুরেনের হাতে এই কৰ্ত্তব্য চালান করে দিতে তিনি অসম্মত হবেন না। একাজ তার পক্ষে অত্যন্ত দুরূহ। ইতি ২১ অক্টোবর ১৯৩৫ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর २ ९७