পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૯ જ রবীন্দ্র-রচনাবলী অামারি— আমারি তরে পথ চেয়ে আছে— আমারেই স্নেহভরে ভাকিতেছে কাছে । হা মুরলা, কোথা গেলি, মুরলা আমার ? ওই দেখ, ক্রমশই বাড়িছে আঁধার ! সমস্ত দিনের পরে কবি তোর এল স্বরে— প্রশাস্ত মুখানি কেন দেখি না তোমার ? ওই ত দ্বারের কাছে দীপটি জালানো অাছে, আসন আমার ওই রেখেছিস পেতে— আমি ভালবাসি বলে যতনে আনিয়া তুলে রজনীগন্ধার মালা দিয়েছিস গেথে ! কিভ রে দেখি না কেন তোর মুখখানি ? শত শত বার ক’রে ভ্ৰমিতেছি ঘরে ঘরে— কোথাও বসিতে নারি, শাস্তি নাহি মানি । হুহু করি উঠিতেছে সন্ধ্যার বাতাস, প্রতি ঘরে ভ্ৰমিতেছে করি হাহুতাশ ! কাপে দীপশিখা তাহে, নিভিয়া যাইতে চাহে— প্রাচীরে চমকি উঠে ছায়ার আঁধার ! সে মুখ দেখি নে কেন ? সে স্বর শুনি নে কেন ? প্রাণের ভিতরে কেন করে হাহাকার । জানি না হৃদয়খানা ফাটিয়া কেন রে আঁখি হতে শতধারে অশ্রবারি ঝরে ? কে যেন প্রাণের কাছে কি-জানি-কি বলিতেছে, কি-জানি-কি ভাবিতেছি ভাবিয়া না পাই । কোথা ঘাই– কোথা ৰাই— বল কোথা বাই । মুরলা রে— মুরলা, কোথায় । , কোথায় গেলি রে বালা ? কোথায় ? কোথায় ? [ চপলার প্রবেশ ] চপল । কবি গো, কোথায় গেল মুরলা আমার ? कांब* य८मग्न खबांकन चांद्र जहिल बां वांलांবুঝি চলে গেল তাই, ফিরিবে না জায় ।