পাতা:আনবারশোহেলি.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২s৬ আনবারশোহেলি । কি জন্যে বিরল-বাসী না হয় এবং ঐ বিরল দ্বার বন্ধ, দিগের नष्ट्रप्झै কেন না বদ্ধ করে । । g - এই যে দেখিছ কাল বড়ই কঠিন । কলহ থাকয়ে সদ। ইহার অধীন। অতএব করি আমি এই নিবেদন । যথ। শক্তি তথ। তুমি করছ গমন । গমনেতে যদি শক্ত না হয় চরণ । তবে বিরলেতে তুমি থাক অনুক্ষণ। পরে শষ্ট্ৰীবক কহিলেক হে দমনক তুমি সংক্ষেপে যাহ কহিলে তাহ বিস্তীর করিয়া কছ, তা হাতে তোমার উপদেশের লভ্য সুন্দর কপ হইবেক । অনন্তর দমনক কহিলেক যে পৃথিবীতে ছয় বস্তু ব্যতিরেকে হইতে পারে না । প্রথমতঃ ধন বিনা অহঙ্কার । দ্বিতীয়তঃ । পরিশ্রম ব্যতিরেকে ইচ্ছা সফল । তৃতীয়ত । আপদ বিনা স্ত্রী লোকের সহিত সহবাস । ও চতুর্থঃ । মন্দ বিন কৃপণের লোভ । পঞ্চম লজ্জা বিনা মন্দ লোকের সহিত সহবাস। ষষ্ঠ । বিপদ বিনা রাজকর্ম্ম। গঞ্জ ৰূপ যে এই পৃথিবী ইহু হইতে কাহাকেও কি এক বন্ধ, দেওয়া যায় না, দিলে সেই কি মত্ত ও'নির্ভয় রহিত হয় না, আর ইহাতে কি পাপ প্রকাশ হয় না এবং মন্দ ইচ্ছাকে কি কেহ পা রাখে না, তার সেই কি মারা পড়ে না এবং কোন পরুষ কি স্ত্রী লোকের সহিত বসে ন', আর সেই কি নানা"