পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখন হৃদয় ভরে বুঝতে পারি। বিশ্বের সৌন্দর্ঘ্যের মাঝখানে সুন্দর আছেন, কলকাতার ট্র্যামের রাস্তার ধারে সে কথা সুস্পষ্ট মনে আনা বড় শক্ত । জীবনটা সেখানে অনন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে জল থেকে তোলা মাছের মত কেবল ধড়ফড় করতে থাকে । আমার কোনো একটা manuscript CBGB, CWA (don স্থতি যেটা চেয়েছিল সেটা ছাপাখানার হাত থেকে উদ্ধার করতে পারি নি বলে তাকে দিতে পারি নি । তার জন্তে ও একটা সংগ্রহ করতে হবে । তাহলে বেবিকেও একটা না দিলে ভাল লাগবে না । তোমরা অামার অস্তরের আশীৰ্ব্বাদ জেনে । ইতি ১ কাত্তিক ১৩২৪ শুভাকাঙ্ক্ষী শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর $ কল্যাণীয়াসু আজ কোনোমতে সময় করতে পারলুম না—সমস্ত দিন লোক এবং কাজের ভিড় গেচে । এখন চলুম। আবার কোনো একদিন হঠাৎ এসে জুটব ।

  • ○ミ