পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নহৃদয় ર૮૧ কথা না কহিয়া সেও ব্যথা দিৰে মোরে । এ যে হাসিবার কথা— সেও মোরে দিবে ব্যথা, কাল বারে নিতান্ত করেছি অবহেলা, কৃপা ক’রে দেখিতাম বার প্রেমখেলা, সেও আজি ভাবিয়াছে ব্যথিবে এ মন শুধু কথা না কহিয়া, ফিরায়ে নয়ন ! সপ্তবিংশ সগ কবি মুরলা রে— মুরলা, কোথায় ? দেশে দেশে ভ্ৰমিতেছি কোথায়— কোথায় ? সম্মুখে বিশাল মাঠ ধুধু করিতেছে, সে মাঠেতে অন্ধকার— বিস্তারিয়া বাহু ভার ভূমিতে রাখিয়া মুখ কেঁদে মরিতেছে ! কোথা তুই– কোথা মুরলা রে, কোখ তুই গেলি বঙ্গ— শুধাইৰ কারে ? উদিল সন্ধ্যার তারা ওই রে গগনে । ওই তারা কত দিন দেখেছি ছুজনে । ভা কি তোর মুরলা রে মনে আর পড়ে না রে ? সে সকল কথা তুই তুলিলি কেমনে ? क७ किन- कङ कथा- क७ cन घाँबाমনের ভিতরে কি য়ে আকুলি ওঠে না ? তবে তুই কি পাষাণে বেঁধেছিলি হিয়া ? কেমনে কবিয়ে তোয় গেলি তেল্লাগিয়া ? ৰিজন জাকাশে মোর ছিলি রে সতত স্থিয়জ্যোতি ওই সন্ধ্যাতায়াটির মত, বছি রে মুহূৰ্ত্ত-তরে আপনারে ভূলে