পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ শাস্তিনিকেতন ] ১১ মে ১৯১৯ শ্ৰীমতী সংযুক্ত দেবী কল্যাণীয়াসু প্রবাসীর জন্য প্রাস্তুরবাসীর উপহার গান এই বুঝি মোর ভোরের তারা এল সাঝের তারার বেশে । অবাক চোখে ঐ চেয়ে রয় চিরদিনের হাসি হেসে । সারা বেলা পাইনি দেখা, পাড়ি দিল কখন একা, নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে ॥ সকাল বেলায় আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে । সন্ধ্যাবেলা বাজায় বীণ। কোন সুরে যে কেই বা জানে পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না সারা, বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে । ঐরবীন্দ্রনাথ ঠাকুর ኟ8ፃ