পাতা:আনবারশোহেলি.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r २२8 আনবারশোহেলি । হইবেক এবং কিয় দিবস সুখে যাপন করিয়াছি, অধুন। দুঃখের সময় উপস্থিত । কিছু কাল প্রিয় সনে কাটাইলে সুখে । এক্ষণে বিচ্ছেদ দুঃখ উদয় সম্মুখে । ফলিতার্থ আমার মৃত্যু আমাকে এ বনে অনিয়ন করিয়াছে নচেৎ আমি পশুরাজের সহ-বাসের যোগ্য কি প্রকারে হইতে পারি, ষে ব্যক্তি আমার খাদক আর আমি তাহার খাদ্য সহস্র প্রকার ঘটনা হইলেও তৎসহ সংমিলনের সম্ভাবনা নাই । কেমনে সাক্ষাতে তার মনে বাঞ্ছা করি । দুর ছৈতে যদি দেখি স্থির হতে নারি। কিন্তু হে দমনক ঈশ্বরেচ্ছ। আর তোমার ছলন। অtমাকে এই মৃত্যু স্রোতে নিক্ষেপ করিয়াছে এক্ষণে ইহার কোন উপায় নাই, এবং চলিত কর্ম্ম সকল সতর্কত। .ও ভবিষ্যত চিন্ত। ব্যতিরেকে মনোনীত হয় না, আমি সীমান্য লোভ ও দুৰূহ প্রত্যাশ বসত আপনার জন্য এই অগ্নি প্রজ্বলিত করিয়াছি যে তদ্বন্ধুম নিকটস্থ না হইতেই উদ্বেগ উত্তাপে সুদষ্ট হইলাম । আপনি । করেছি তাছা উপায় কি তার । আর বিজ্ঞ ব্যক্তির। • কহিয়াছেন যে ইহ সংসারে যে কেহ স্বল্পে তৃপ্ত না হইয়। অধিক আকাংক্ষা করে তৎতুল্য যেমত হীরক পর্ব্বভেগমন করিয়। প্রতিক্ষণ শ্রেষ্ঠতর হীরকের প্রতি দৃষ্টিপাত হয়, আর তৎ, বহু মুল্যের প্রত্যাশায় অগ্রসর