পাতা:আনবারশোহেলি.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ আনবারশোহেলি । ও তাহার গাত্রের লোম সকল উত্তম দৃষ্টি করিয়৷ অধিক মূল্যে বিক্রয় করণের অনুমানে উপজীৱিকার লোভ বশতঃ ঐ শৃগালের পশ্চাৎবর্ত্তি হইয়। তাছার বাসস্থানে সুড়ঙ্গের সন্ধান লইল, আর সেই সুড়ঙ্গের নিকট আর এক গর্ত্ত খনন করিয়া তৃণাদি দ্বারা অtচ্ছ। দিত করতঃ একট। মৃত দেহ তদুপরি সংস্থাপন করিল এবং আপনি কোন গোপন স্থানে থাকিয়। শৃগালের অপেক্ষা করিতে লাগিল, দৈবাৎ শৃগাল আপন স্থান হইতে বাহিরে আলিয়। শবের গন্ধে ঐ গর্ত্তের নিকট উপস্থিত হইয়া আপনাকে কহিল, যদিচ এই মৃতদেহের সদগন্ধে হৃদয় আমোদিত করিতেছে বটে, কিন্তু এক বিপদের গন্ধও সতর্কত ৰূপ ঘাণে উপলব্ধি হইতেছে এবংবিজ্ঞ ব্যক্তির। বিপদ সম্ভাবিত কর্ম্মে উদ্যোগী হয়েন না, কিম্ব যাহাতে অহিত অনুমান করিয়াছেন তৎপ্রতি উৎসাহ করেন ন৷ ৷ ” विंश्i८फ़्द्र गङ्ठtदन्र' खञ्tछ्८ग्न चtश्t८उ । চেষ্টা কর তাহ৷ স্থতে উদ্ধার হইতে । আর যদিও অনুমান হইতেছে যে এ স্থানে কোন প্রানির মৃত্যু হইয়। থাকিবেক, কিন্তু ইহাও হইতে পারে, ८एँ তন্নিয়ে কোন জন নিয়োজিত কর হইকাছে, অতএব লর্বপ্রকারে সাবধান হওয়া কত্তব্য । যদি তব দুই কর্ম্ম উপস্থিত হয় । জানন করিতে কিবা হয় কিব। নয় ।