পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অামার পক্ষে একান্ত অরুচিকর ও শ্রান্তিজনক হয়েছে। তুই একদিনের মধ্যে শাস্তিনিকেতনে পালাবার ইচ্ছা। আজ বেীমা ও পুপেকে দেখতে এখানে জোড়ার্সাকোয় এসেছি— রাত্রে আলিপুরে ফিরব । তোমাদের শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ση { এপ্রিল ?, ১৯২৬ ] কল্যাণীয়াস্থ শাস্তা, লেখাটা দুই একদিনের মধ্যেই পাঠিয়ে দেব। ইতি শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর পাত ওল্টাও [ পরের পাতায় ] শেষ শ্লোকটি বেদনার অর্ঘ্য দিয়ে তবে ঘর তব আপনার হবে । তুফান তুলিবে কুলে, কঁাটাও ভরিবে ফুলে, উৎসধারা ঝরিবে প্রস্তরে ॥ २ € २