পাতা:আনবারশোহেলি.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি ৫ - ২৩১ ৰু থিয়tছে, অtর যে ব্যক্তি রাজাকে বিশ্বাস ঘাতকত। কর্ম্মে প্রবৃত্তি লওয়ায় কিম্বা অঙ্গীকার ভঞ্জনে উৎসাছি করায়, সে অত্যন্ত দুষ্য কর্ম্ম করিয়া থাকে এবং ক্ষতি কারক ব্যক্তি সর্বাবস্থায় ঘৃণিত, আর ঈশ্বর ও মনুষ্য সকলেই তাহার প্রতি বিরক্ত ও অসন্তুষ্ট হয় । দুষ্য কর্ম্মে রতি সদ। আtছয়ে যtছfর । অপকর্ম্ম কর। এই ধর্ম্ম মাত্র তার । মনুষ্যত্ব চিন্তু ছয় উত্তম ব্যবহার । • কুকর্ম্মেতে উপমার মনের বিকার। কাক কহিল এ বিষয়ে কোন মন্ত্রণা করিতে, অfর ব্যাঘ্রকে এই অঙ্গীকার উল্লঙ্গুনে প্রবৃত্তি দিতে হইবেক, তোমর। কোন স্থান অবধারিত করাহ, আমি যাইয়া পুনরায় আসিতেছি, পরে ব্যাঘ্রের সমুথে দাণ্ডাইবায় ব্যাঘ্র জিজ্ঞাসা করিল, যে কোন আছারের অনুসন্ধান করিয়tছ কি না, কাক কছিল হে রাজন ক্ষুধ হইলে কোন ব্যক্তিই সুস্থির থাকে না, অfর অধুন। চলৎ শক্তিও রহিত হইয়াছে, কিন্তু যাহা এক প্রকার অন্তঃকরণে উদয় হইতেছে, यrनै পশু-রাজ তদ্বিষয়ে সম্মাতি করেন, তবে সকলেরি অসীম সুখ উপাৰ্জ্জন হয় । o ব্যাঘ্র কহিল মন্তব্য কথ। বক্ত করিয়৷ বিস্তারিত অবস্থা জ্ঞাত করাও । কাক কহিল এই উষ্ট আমাদিগের মধ্যে অজtনিত ও নিষপর ব্যক্তি তাছার সহবাসে আম - দিগের কোন লাভ নাই, বর্ত্তমানব স্থায়- ইছাকেই