পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । Ꮌ8NᏇ পরে গে৷ ভূমি হিরণ্যবস্ত্রাদি দ্বারা তিনের অনু্যন বিপ্রকে যথাশক্তি পূজা করিয়া দেশ ও কাল উল্লেখ করিয়া ( সমস্ত পিতৃলোকের পূৰ্ব্বোক্ত সপ্ত গোত্রের এক শত এক পুরুষের, স্ববংশ্য পূর্বের দশ ও পরের দশ পুরুষের, গয়া গমনে পদে পদে স্বৰ্গারোহণার্থে, এবং ঐ সকলের নরক নিবৃত্তি পূর্বক সনাতন ব্রহ্মলোক প্রাপ্তির নিমিত্তে, গয়াশ্রাদ্ধ করণোদেশে গয়া যাত্রা আমি করিব ) এই মত সংকল্প করিয়া রক্ত বস্ত্র পরিধান করত শ্রাদ্ধশেষ ঘৃত লইয়া গ্রাম প্রদক্ষিণ করিয়া যাত্রা সময়ে গ্রাম হইতে নির্গত হইয়া ক্রোশমধ্যস্থিত গ্রামান্তরে যাইয়া ঐ স্থত দ্বারা পারণ করিবে। যদি পর দিনে পূর্বাহ ণ সময়ে ঐ যাত্রিক সময় পাওয়া যায় তবে ঐ মত ক্রমে যাইবে । কিন্তু যদি পর দিনে পূর্ব রাত্রে বা শেষ রাত্রে যাত্রিক সময় থাকে তবে ঐ সময়ে জ্যোতিষানুসারে প্রাস্থানিক ফল বস্ত্রাদি স্থানান্তরে পাঠাইয় পর দিনে শ্রাদ্ধ করণান্তে ঐ প্রাস্থানিক দ্রব্য লইয়া গ্রাম প্রদক্ষিণ করিয়া গ্রামান্তরে ষাইয়া ঐ মত পারণা করিবে। পরে দ্বিতীয় দিবসে ঐ গ্রাম প্রদক্ষিণান্তে প্রাতঃস্নানাদি নিত্যক্রিয়া করিয়া প্রতিগ্রহ নিবৃত্তি প্রভৃতি নিয়মধারী হইয়। মধ্যাহ্ন পৰ্য্যন্ত গমন করিবে ।