পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ। る8(r প্রতিগ্রহাদি নিবৃত্তি নিয়ম দর্শিত হইতেছে। যে शक्लिन হস্ত সংযত (যথেষ্ট প্রতিগ্রহ নিবৃত্ত) পদসংযত ( অগম্যগমন রহিত ) মনঃ সংযত ( পাপাদি নিবৃত্ত ) বিদ্যা (তীর্থরহস্য জ্ঞান) তপস্যা (কায়ক্লেশ সহিষ্ণুত ) এবং কীৰ্ত্তি (সতত তীর্থগুণকীৰ্ত্তন ) আছে সেই ব্যক্তি তীর্থোত্ত সম্যক্ ফল প্রাপ্ত হয়। প্রতিগ্রহাদি (পূর্ব শ্লোকোক্ত পদার্থ) হইতে নিবৃত্ত, সন্তোষী, (লোভ রহিত) ও অহঙ্কার শূন্য, তীর্থফল ভাজন হয়। দম্ভশূন্য, নির রস্তু, (বহুব্যাপারশূন্য) মিতভোজী, জিতেন্দ্রিয় ও সৰ্ব্বসঙ্গ রহিত ব্যক্তি তীর্থফল ভাগী হয় । শ্রদ্ধা রহিত, পাপশালী, বেদ নিন্দক, সন্দিহান ও কারণাম্বেষী এই পঞ্চ জন তীর্থফল প্রাপ্ত হয় না । এই নিয়ম করিবে। মধ্যাহ্ব কালে নদী প্রভৃতিতে স্নানান্তে মাধ্যাহ্যিক ক্লত্য করিয়া পাকান্তে পঞ্চ যজ্ঞ (তপর্ণ বলি বৈশ্বদেব প্রভৃতি) করিয়া ভোজন করিবে। পরে সায়ং সন্ধ্যা করিয়া ঐ স্থানেই সে দিন থাকিবে । তৃতীয়াদি দিনে এইরূপ করত তীর্থ প্রাপ্তি পৰ্য্যন্ত এই মত যাইবে । পথে যদি বারণসী, পুনঃপুন, বা শোণ নদ, প্রাপ্ত হয় তাহাতে স্নান, তপণ ও শ্রাদ্ধ করিবে । পুনঃপুন শ্রাদ্ধে (অস্মৎ কুলে স্থত। যে চ আগচ্ছন্তু পুনঃপুনাম্ ) ইহাও পাঠ করিবে । ు సె