পাতা:আনবারশোহেলি.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२6• ' আনবারশোহেলি । ত্যাগ করতঃ বিদেশ যাত্রীর উদ্যোগকে অবধারিত করিলেন । * তাহারি বিদেশ যাত্র। উপযুক্ত হয় । সদত বিরক্ত যেই নিজস্থানে রয় । প্রবাসে বিশেষ কষ্ট যদিও ঘটায় । তথাপি ঘরের কষ্ট অসহ্য তাছায় । পরে দুঃখিতান্তঃকরণে সজল নয়নে কচ্ছপের নিকট অtসিয়৷ বিদায় হওনের কথ। প্রস্তাব করিয়৷ কহিলেন । বিচ্ছেদ ঘটালে বিধি তোমার সহিত । কছিতে পারি না কিবা তার মনোনীত । কচ্ছপ তৰ্জ্জবল বিরহ সন্তাপে সুদগ্ধ হইয়া অত্যন্ত বেদন ক্ষুক্ত চীৎকার করিল, আছ। এ কি কথা, তোমাদিগের আদর্শনে কি প্রকারে আমার জীৱন ধারণ ছইবেক, আর প্রণয়ের বন্ধ ব্যতিরেকে কিমতে সুখি হইতে পারিব। তোমার বিছমে মম আসার জীবন । তুমি না থাকিলে বৃথা জীবন ধারণ। পরমtয়ু তোম। ভিন্ন জীবিত থাকয়। জীবনের নাম মাত্র মরণ নিশ্চয়।। ' জীয় যে স্থলে তৃেণমাদিগকে বিদায় করিতে সমর্থ নছি, সে স্থলে বিচ্ছেদ যন্ত্রণ। কিপ্রকারে লহা করিতে পারিব ।