পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষ জীব্য। ইংরাজী সোপান বোলপুর ব্রহ্মচৰ্য্যাশ্রমের জন্য রচিত হইয়াছিল। এ পর্য্যস্ত সাধারণের নিকট প্রকাশ করা হয় নাই। কয়েক বৎসর বোলপুর বিদ্যালয়ে এই প্রণালীতে শিক্ষণ দিয়া যেরূপ ফললাভ করা গিয়াছে তাহাতে অসঙ্কোচে এই গ্রন্থ সৰ্ব্বসমক্ষে উপস্থিত করিতে সাহসী হইয়াছি। যাহারা অধিক বয়সে ইংরাজী শিখিতে প্রবৃত্ত হইয়াছেন তাহাদের পক্ষেও এই গ্রন্থ বিশেষ উপযোগী হইয়াছে বলিয়া আমাদের বিশ্বাস। ইহার সাহায্যে অল্প দিনেই শিক্ষার্থিগণ ইংরাজী ভাষাশিক্ষায় দ্রুত অগ্রসর হইতে পারিবেন ইহা অামাদের জানা কথা । এই গ্রন্থের আরম্ভে যে অংশ সন্নিবেশিত হইয়াছে তাহ নিয়মিত পাঠের অন্তর্গত নহে। ছাত্ৰগণ যখন অক্ষর পরিচয়ে প্রবৃত্ত তখনই ইংরাজী ভাষার সহিত তাহাদের পরিচয় সাধন এই অংশের উদ্দেশ্য । ইহা ভাষা শিক্ষার ড্রিল। শিক্ষক ক্লাসের জন্য ছাত্রগণকে দাড় করাইয়া ইংরাজী ভাষায় আদেশ করিবেন, তাহারা পালন করিতে থাকিবে। যখন বলিবামাত্র তাহারা যথারূপে আদেশ সম্পন্ন করিবে তখন বুঝা যাইবে আদেশবাক্যের তাৎপৰ্য্য তাহাদের হৃদয়ঙ্গম হইয়াছে। ইংরাজী বই পড়িতে আরম্ভ করিবার পূৰ্ব্বেই এই সহজ উপায়ে বিস্তর ইংরাজী শব্দ তাহাদের কর্ণে ও তাহার অর্থ তাহাদের মনে অভ্যস্ত হইয়া যাইবে । ইহাতে শিক্ষণকাৰ্য্য অনেক পরিমাণে সহজসাধ্য হইবে। ইংরাজী সোপানের নিয়মিত পাঠ-অংশ যখন ছাত্ৰগণ চর্চা করিবে তখনও এই ড্রিল-অংশ প্রত্যহ অভ্যাস করিতে থাকিলে তাহাদের উপকার হইবে। ইংরাজী সোপানের উপস্বত্ব বোলপুর ব্রহ্মচৰ্য্যাশ্রমে দান করা হইয়াছে। যদি এই গ্রন্থ অপরাপর বিদ্যালয়ে প্রচলিত ও সাধারণের নিকট আদৃত হয় তবে তারা বোলপুর বিদ্যালয় সাহায্য লাভ করিবে । স্ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর।