পাতা:আনবারশোহেলি.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৩ আনবারশোহেলি । অনর্থক আপন প্রভুকে পরিশ্রান্ত করিয়া তাহার শরীরে বিশেষ কষ্ট প্রদান করিলে, দ্বিতীয় আপন ভর্ত্তাকে প্রতিশ্রুত উলঙ্গুনে প্রবৃত্ত করাইয়। দুনাম গ্রস্ত করাইলে । তৃতীয় অকারণ গরুর মৃত্যু চিন্তা করিয়া তাহাকে মৃত্যু স্রোতে নিক্ষেপ করিলে । চতুর্থ এক নিরপরাধি বধের পাতক আপনার প্রতি লইলে । । পঞ্চম কতক-গুলিন ব্যক্তিকে রাজার সম্বন্ধে লন্দিগ্ধ ৷ করাইলে, ইহাতে সম্ভাবনা যে তাহার তদাশঙ্কায় আপন গৃহাদি পরিত্যাগ করতঃ স্থানান্তরের উদে্যুগে बांना কুষ্টে পতিত হইবে । ষষ্ঠ চতুল্লাদ সৈন্যধ্যক্ষকে উচ্ছিন্ন করিলে যাহাতে অতঃপর তদলের বিশৃঙ্খলতা জন্মিতে পারে । সপ্তম, আপন অধীনত্ব ও দৈন্যতা প্রকাশ করিলে এবং যদাকাঙ্ক্ষায় আমি কৌশল ও:সদ্ধির দ্বার। একর্ম্ম সমাধা করিতাম তাছাও শেষ করিলে না, আর সর্বজন মধ্যে সেই ব্যক্তিকেই নষ্ট বলে, যে নিত্রিত বিবাদকে জাগ্রত করে এবং যে কর্ম্ম নম্রতা ও বিনয়ের দ্বার। সমাধাকে পায় তাহ। বিরোধ সূত্রে প্রবিষ্ট করাইভে সচেষ্টিত ছয় । দমনক কছিল বুঝি আপনি না শুনিয়া থাকি যাহ। বিজের কহিয়াছেন । * * - বুদ্ধিতে নাছিৰু ছয় যে কর্ম্ম উদ্ধার । , উন্মত্ত হইলে তাহ হয় পরিস্কার li { করকষ্ট কহিল যে তুমি বুদ্ধির সছিত বর্ত্তমান কর্ম্মের