পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রত্যেক অধ্যায়ের চরম কথাটা হচ্চে, “আজ্ঞানং বিদ্ধি” । ইতি ১৭ আগ্রহায়ণ ১৩২৬ শুভাকাঙ্ক্ষী শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর জানুয়ারি ? ১৯২১ ] હૈં কল্যাণীয়েযু আর ঘণ্টা দুই তিনের মধ্যে রেলগাড়িতে উঠতে হবে । তার পরে কাল চড়ব জাহাজে । নিজেকে যেন একটা মালের বস্তা বলে মনে হচ্চে। যদি তোমাদের বয়স থাকৃত তা’হলে ভাবী আশার নেশায় এতক্ষণে ভোর হয়ে থাকতুম— কিন্তু যৌবন যে গেছে তার প্রমাণ এই যে, নড়াচড়া ভাল লাগ চে না— স্থবিরত্ব হচ্চে স্থাবরস্থ । H সুকুমারের দিদির বই এণ্ড জ সাহেবের কাছে ছিল— অতি সত্বর সেটা আদায় করবার পরামর্শ দিয়ো— কেননা তার জিনিষপত্রের মধ্যে নশ্বর জগতের নশ্বরতা যত সপ্রমাণ হয় এমন আর কোথাও না । হার্ভার্ডে লানমানের সঙ্গে দেখা হলে তোমার সম্বন্ধে আলোচনা করব— যদি কোনো সুবিধা করতে পারি চেষ্টার ক্রটি হবেনা। কিন্তু আবার মনে করিয়ে দিয়ো । আবার বসন্তে দেখা হবে— শুভানুধ্যায়ী बैब्रदौठानांथ ठाकूब्र ❖ ዓሇ»