পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাহোক তুমি অধ্যাপক লেভির certificateসহ দরখাস্ত কোরো । আমার গানের তর্জমা পেয়ে আমি বড় খুসি হয়েছি অধ্যাপককে আমার সাদর অভিবাদন জানিয়ো— শীঘ্রই ৷ র্তাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশায় এখানকার প্রবাস তুঃখ ভোলবার চেষ্টা করচি । একটা জিনিশ এখানে দেখা গেল – বৰ্ত্তমানে সমস্ত United States ইংলণ্ডের হাতে— তারাই এখানকার মন ধন এবং রাজসিংহাসন অধিকার করেচে। এখানে ভারতবর্ষের স্থান সঙ্কীর্ণ হয়েচে– ফ্রান্সের বিরুদ্ধেও এখানকার মন উত্তেজিত ! তোমরা যখন এদেশে আসবে সুখী হবেনা। শুভাকাঙ্ক্ষী ঐরবীন্দ্রনাথ ঠাকুর }} ১৯ এপ্রিল ১৯২১ પહૈં কল প্যারিসে এসে দেখি, তুমি নেই । ফাকা বোধ হচ্চে । এখানে সেই আমার জানলার কোণে লেখবার ডেস্কের কাছে চুপচাপ বসে আছি । আলোচনা করবার মত কথা অনেক "לר s