পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাদ, টাঙ্গ, ভাই মোর, দেখা হল যদি, একৰাৱ ভাকিলে না ‘অমিয়া’ বলিয়া । একাদশ দৃশ্য নাগরিকগণ প্রখম । সমাচার দাও সবে ঘরে ঘরে গিয়া— শুনিতেছি পরাজয় হয়েছে মোদের । দ্বিতীয় । অস্ত্রভার তুলিবারে সক্ষম যাহারা আয় সবে ত্বরা ক’রে, সময় যে নাই ! নগরদ্ধয়ারে গিয়া দাড়াই আমরা । সকলে । এখনি— এখনি চল যে আছি যেখানে । তৃতীয় । চিতানল গৃহে গৃহে জালাইতে বল, নগরশ্নশানে আজ রমণীরা যত প্রাণবিনিময়ে মান রাখিবে তাহারা ! চতুর্থ। মরণ-উৎসৰ আজ হুইবে নগরে । চিতার মশাল জালি শোণিতমদিরা যমরাজ আজ রাত্রে করিবেন পান । [ দূতের প্রবেশ ] দূত । শোন, শোন, পৃথ্বীরাজ বন্ধী হয়েছেন । সকলে । বন্দী ? প্রখম । ब्रांछन्नांख बझांब्रांख बन्नौ चांखि ? দ্বিতীয় । লাগাও আগুন তবে নগরে নগরে । [ প্রস্থান