পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@y● কন্দ্রচণ্ড । অমিয়া । কচেও । রবীক্স-রচনাবলী बांब्र बां चबिब्रां cञांब्र, कां८छ् चांब्र यांइ ! এত দিন পিতা তোর ছিল না এ দেহে, জাজ সে সহসা হেখা এসেছে ফিরিয়া । অমিয়া, মলিন বড় মুখখানি তোয় । আহা বাছা, কত কষ্ট পেলি এ জীবনে । জার তোরে দুঃখ পেতে হবে না, বালিকা, পাষণ্ড পিতার তোর কুরায়েছে দিন । [ রুজচওকে আলিঙ্গন করিয়া ]– ও কথা বোলো না পিতা, বোলো না, বোলো না— অমিয়ার এ সংসারে কেহ নাই জার। তাড়ায়ে দিয়েছে মোরে সমস্ত সংসার, এসেছি পিতার কোলে বড় শ্ৰান্ত হয়ে । ৰেখা তুমি যাবে পিতা যাব সাথে সাথে, বা তুমি বলিৰে মোরে সকলি শুনিৰ, তোমারে তিলেক-তরে ছাড়িৰ না জার। জায় মা আমার তুই খাৰু বুকে থাকৃ। সমস্ত জীবন তোরে কত কষ্ট দিজু ! এখন সময় মোর কুরায়ে এসেছে, আজ তোরে কি করিয়া স্বৰী করি বাছা ? আশীৰ্ব্বাদ করি, বাছা, জন্মান্তরে ৰেন এমন নিষ্ঠুর পিতা তোর নাহি হয় । অমিয়া মা, কাদিস নে, খাৰু বুকে খাৰু !