পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9ువ চাঙ্গ কৰি । রবীন্দ্র-রচনাবলী দেশে দেশে সে গান শিখিবে কত লোক, মুখে মুখে তব নাম করিবে বিরান, দিশে দিশে সে নামের হবে প্রতিধ্বনি । এই এক ব্ৰত শুধু রহিল আমার, জীবনের আর সব গেছে ধবংস হ’য়ে । আহা সে অমিয়া মোর, সে কি বেঁচে অাছে ? তার তরে প্রাণ বড় হয়েছে অধীর । চৌদিকে উঠিছে ববে রণকোলাহল, চৌদিকে চলেছে যবে সরণের খেলা, করুণ সে মুখখানি, দীনহীন বেশ, আঁখির সামনে ছিল ছবির মতন । আকাশের পটে আক। সে মুখ হেরিয়া ভীষণ সমরক্ষেত্রে কাদিয়াছি আমি ! কানেতে বাজিতেছিল আকুল সে স্বল্প । একটি কথাও তারে নারিস্থ বলিতে ? মুখের কথাটি তার মুখে রয়ে গেল, একটি উত্তর দিতে পেন্থ না সময় ? চাহিয়া পাবীণদৃষ্টি জাইহু চলিয়া ! পাব কি দেখিতে তারে কোথায় সে গেল ? যাই সে অরণ্যমাঝে বাই একবার ! চতুর্দশ দৃশ্য চাদ কবি উহু, কি নিবন্ধ বন, হাহা করে বায়ু, পদশৰে প্ৰতিধ্বনি উঠিছে কাজিয়া !