পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లు e রবীন্দ্র-রচনাবলী भिॐ थांचांछ- श्रांक्ल८थमप्ले লীলা। ও দেখবি রে ভাই, আয় রে ছুটে, মোদের বকুল গাছে রাশি রাশি হাসির মত ফুল কত ফুটেছে । কত গাছের তলায় ছড়াছড়ি গড়াগড়ি যায়— ও ভাই, সাবধানেতে আয় রে হেথা, দিস নে দ’লে পায় ! মিশ্র বিভাস— আড়খেমটা লীলা । কাল সকালে উঠব মোরা যাব নদীর কূলে— শিব গড়িয়ে করব পুজো, আনব কুসুম তুলে । ঋষিকুমার । মোরা ভোরের বেলা গাখব মালা, ছলব সে দোলায়, বাজিয়ে বঁাশি গান গাহিব বকুলের তলায় । লীলা । না ভাই, কাল সকালে মায়ের কাছে নিয়ে যাব ধ’রে, মা বলেছে ঋষির সাজে সাজিয়ে দেবে তোরে । ঋষিকুমার। সন্ধ্যা হয়ে এল যে ভাই, এখন যাই ফিরে— একলা আছেন অন্ধ পিতা আঁধার কুটীরে ।