পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांजत्रूणब्रां দ্বিতীয় দৃশ্য বনদেবীগণ মিশ্র সিন্ধু— টিমে তেতাল। প্রথম । সমূখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া, দ্বিতীয় । বায়ু বহে পরিমল লুটিয়া । তৃতীয় । সঁাঝের অধর হতে মান হাসি পড়িছে টুটিয়া । চতুর্থ। দিবস বিদায় চাহে, সরযু বিলাপ গাহে, সায়াহেরি রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া ! সকলে । এস সবে এস সখি, মোরা হেথা ব’সে থাকি । প্রথম । আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি ! সকলে । আঁখি-’পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া । রাগিণী মিজ কেদারা— একতাল। সকলে । ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদ্ধ বায়, তটিনী হিল্লোল তুলে কল্পোলে চলিয়া যায় । পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়, কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায় ! ৩২১