পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবীর স্পর্শ নেবার জন্যে সে ঝুকে পড়েছে— এখন নিভৃত আকাশের একেশ্বরত্ব ভোগে তার মন নেই। : আমার কানের বেদন অনেকটা কমে এসেছে কিন্তু শোনবার পথ এখনো রুদ্ধ হয়ে আছে – ডাক্তার অাশা দিচ্চে শ্রুতি আবার ফিরে পাব— কিন্তু এখনো সেদিকে বিশেষ অগ্রসর হতে পারি নি । শাস্তাকে নিয়ে তুমি যে-বনবাসে গেছ তার বিবরণ পেয়ে ঈর্ষ্য বোধ করচি । আমার নিৰ্ব্বাসন আমার ব্যাধির বেদনাকারার মধ্যে । তোমরা আমার আশীৰ্ব্বাদ জেনে । ১৩ কাত্তিক ১৩৩২ শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ૨ જ ২ জানুয়ারি ১৯২৬ ફ્રેં পশু ৪ঠা তারিখে কলকাতায় যাচ্চি । মাঝে মাঝে দেখা দিয়ো । ইতি ২ জানুয়ারি ১১২৬