পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাতে × চিন্তু দিয়েছি । তোমরা যদি এগুলো ছাপবার যোগ্য বোধ কর তাহলে কপি করে নিয়ে ছাপিয়ে খাতাটা বই ছাপবার জন্ত্যে ফিরে দিয়ো । এবার জন্মদিনে তোমাদের সঙ্গে ভালো করে দেখাই হল না— অত্যস্ত কাছে আছি বলেই বোধ হয় দূরে ঠেলে রেখেছ— দূরে গেলে তখন বোধ হয় কাছে পাবার অভাব অনুভব করবে। এখনো হয় ত সম্পূর্ণ অনাবশ্যক হই নি— হয় ত কিছু আশীৰ্ব্বাদী ংগ্রহ করতে পারবে । ইতি ১৮ [?] বৈশাখ ১৩৩৩ স্নেহাসক্ত শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ২২ ২৩ ডিসেম্বর ১৯২৬ কল্যাণীয়েযু মডারন রিভিয়ু ও প্রবাসীর মস্তব্যের ভাষায় ও যুক্তিতে ক্ষুব্ধ হয়েছিলুম সন্দেহ নেই। নিজের সম্পৰ্কীয় ব্যাপারে মানুষ ছোটো কথাকেও বড়ো করে তোলে । যে জিনিষ বাইরের সে সব জিনিষকে ভিতরে নেওয়া একেবারেই ভালো নয়। অন্তায় বা ভুল বোঝাবুঝিকে নিয়ে ঘাটাঘাটি করলে সেটাকে বাড়িয়ে এবং ছড়িয়ে ফেলাই হয়— আমি কোনো কথা কইতে চাইনে । \o e \o