পাতা:তারাচরিত.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৵৹

শুনিয়া আপনি আহ্লাদিত হইলেন। তাহাতেই আমি স্বর্গ সুখ অনুভব করিলাম। এত দিনে আমার বিদ্যাশিক্ষা সার্থক হইল। এখন আপনার হস্তে আমার এই তারাকে অর্পণ করিলাম। আপনার চরণে স্থান পাইলেই যথেষ্ট হইবে। আমার আশা মহৎ হইল বটে, কিন্তু কি করি। সমুদ্রে সকল নদীই যায়, কেহই ত বিমুখ হয় না, আমি সেই ভাবিয়া অগ্রসর হইলাম। ইতি

১৫ই আশ্বিন,
১২৮১ সাল।
অনুগ্রহাকাঙ্ক্ষিণী
শ্রীমতী সুরঙ্গিণী।