পাতা:তারাচরিত.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তারাচরিত।
১৫

কুলাঙ্গার পিতৃনাম কলঙ্কিত ও সূর্য্যবংশের অপ্রতিহত গৌরব স্বীয় দুশ্চরিত্র দ্বারা হীনপ্রভ করিতে উদ্যত হইয়াছিল। তাহাকে যে রাও সুরতন, এইরূপ দণ্ড দিয়াছেন তাহা তিনি যুক্তিযুক্ত কাজ করিয়াছেন সন্দেহ নাই। বৎস এখন আর তাহার অনুশোচনা করা বৃথা। তোমাকে বলিতেছি তুমি বেডনোরে গমন করিয়া বীরবংশের মর্য্যাদা রক্ষণ কর। টোডার উদ্ধার সাধন করিয়া তারার পাণিগ্রহণের অধিকারী হও। পৃথ্বীরাজ পিতার বাক্য শ্রবণ করিয়া এবং উহার অপ্রতিহত আদেশ প্রাপ্ত হইয়া আনন্দে পুলকিত হইলেন। বীরত্ব প্রকাশ করিবার সুযোগ পাইবেন ইহা অপেক্ষা প্রীতিকর বিষয় আর কি হইতে পারে! অতএব তিনি পিতাকে ভক্তিভাবে প্রণাম করিয়া তাহার অনুমতি লইয়া তথা হইতে বাহির হইলেন। বাহির হইয়া অতি শীঘ্র বেডনোরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন যে কিছুই চেনা যাইতেছে না, এবং সুরতন, যে কোথায় আছেন তাহারও কোন সন্ধান পাইতেছেন না। পরে তিনি ইতস্ততঃ পরিভ্রমণ করিতে করিতে সম্মুখে এক মনোহর পুষ্পোদ্যান দেখিতে পাইলেন। দেখিয়া ভাবিলেন যে দেখি ইহার ভিতর কোন মনুষ্য থাকে ত তাহাকে জিজ্ঞাসা করি রাও সুরতন কোথায় আছেন। এই মনে করিয়া সেই উদ্যানোন্মুখ হইলেন। আহা উদ্যানটা কি মনোহর! এমন কখন নয়ন গোচর হয় নাই। উদ্যান মধ্যে একটী মনোহর অট্টালিকা আছে। তাহাতে উদ্যান যে কি সুন্দর সাজিয়াছে তাহা বলিতে