পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেটে মরে ভেবে মরে আর যত সজ্জন, নিক্রিয় মহিমায় তোমায় নিমজ্জন । অনুষ্ঠাতার গুণমুগ্ধা শ্রীরাণী মহলানবিশ বকলম রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১৩৪৩ বরনগর Y So ২৫ জুলাই ১৯২৬ & শান্তিনিকেতন কল্যাণীয়েষ, কালিদাস, কোথাও নড়ি নি, নড়বার শক্তি ও নেই দেহে । তামার ছুটি এখানকার সকলের ছুটির মধো । লোকে যায় বায়ু পরিবর্তনের সঙ্কল্প নিয়ে—তার আয়োজন বিস্তর ; ব্যয়ও কম নয়। অথচ প্রকৃতি নিজের হাতেই বায় পরিবর্তন করে দেন—সন্ধ্যার আকাশে তুলির পোচ লাগে নতুন রঙের— প্রাঙ্গণে এতদিন ছিল জুই বেল, তারা বিদায় নিল, এল শিউলি, কিছু কিছু মালতীও রয়ে গেল উপরি সময়ের ফরমাসে— ওদিকে মাঠে বাটে কাশবনে শুভ্রতার স্তব্ধ ফোয়ারা উচ্ছসিত, শুক্লপক্ষের জ্যোৎস্না, চাদের বর্ষাজলে ধোপ দেওয়া নূতন উত্তরী, বাতাসে ব্যাপ্ত হয়েছে শিশিরের স্নিগ্ধ প্রসন্নতা। এই °C)"、