পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বন্দীর বিলাপ।

অহর্নিশ শুনিতাম রব কল কল,
যবে প্রবল পবনে মাতি গগনপ্রাঙ্গনে
উঠিত, পড়িত, আর নাচিত, খেলিত,
হ্রদজল উথলিয়া উপর গরাদে দিয়া
সলিল শীকর সব অঙ্গে আসি লাগিত;
নড়িত পাহাড় সেই প্রবল পবনে;
কম্পিত না মম হৃদি সেই ভূকম্পনে,
মম কি ভয় তখন? মম কি ভয় তখন?
কারাকষ্ট অন্তকারী কালান্তক দণ্ডধারী
যম যদি কাছে আসি দিত দরশন,
করিতাম বক্ষে তারে হাসিয়া ধারণ।



 অনুজ সোদর মম সদাই বিরস,
বিষাদে বিনত হল অটল মানস,
ঘৃণা করি, পরিহার করিল আহার,
—সামান্য জঘন্য বলি ঘৃণা নয় তার—
শিখরী শিখরে সেই করিত শীকার,
ভাল মন্দ খাদ্য\খাদ্য নাছিল বিচার,