পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বন্দীর বিলাপ । দুখে দুখী হুখে স্থখী কেহ মম নাই, এই ভাবিতে ভাবিতে, হর্ষ উপজিল চিতে, সেই ঘোর ভাবনায়, সেই বিষম চিন্তায়, স্থখ দুঃখ সম বোধ পাগলের প্রায় । বড়ই বাসনা হল প্রাচীরে উঠিয়া, দেখিব গরাদে দিয়া, গবাক্ষে বসিয়া, তুঙ্গ শৃঙ্গে জল ভঙ্গ রঙ্গে নিরখিব, নয়ন ভরিয়া তাহে আনন্দ ভখিব । --- দেখিলাম সব আছে দাড়ায়ে তেমনি, মম সম রুগ্ন ভগ্ন তাহারা হয়নি, সহস্র বরষ আয়ু বরফ মাথায় প্রশস্ত স্থদীর্ঘ হ্রদ, তলে শোভাপায়, স্রোত রঙ্গে নীল রঙ্গে রণনদী যায়, রণধুনি কলধ্বনি শুনি স্তব্ধ প্রায় ; শিখরী সঙ্কটদিয়া, জঙ্গলাদি ভাসাইয়া, তরঙ্গেরে নাচাইয়া, অতি বেগে ধায়।