পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R বন্দীর বিলাপ । বন্দীঘরে অন্ধকারে নাহি পাবে স্থখ”— হৃদয়ে উদয় এই অনর্থ ভাবনা, করযোড়ে আমি তাই করিনু প্রার্থনা ; ব্যর্থ মম প্রার্থনায় কি হইতে পারে ? উপহাসে হাস্য করি পতিল তাহারে। আদরের সহোদরে ভূমে শোয়াইয়া মুটোকত খোলা মাটী দিল ছড়াইয়া ; —ম্মরিবারে সেই কীৰ্ত্তি রহিল কেবল কীৰ্ত্তি স্তম্ভ, তার শূন্য লোহার শৃঙ্খল— - স্নেহের সোদর পরে সুমন সমান, জনম সময় হতে অাদর আধান,— —চারুমুখে মাতৃ ছবি সতত বিরাজে— তরুণ প্রণয় সেই পরিবার মাজে ; হতাহ পিতার ছিল মানসরঞ্জন, আমার চরম চিন্তা হইল এখন ;